২০২৬ সালের অমর একুশে বইমেলা ২০২৫ সালের ১৭ ডিসেম্বর থেকে শুরু হওয়া চলবে এক মাস। প্রতিবছর ফেব্রুয়ারিতে অমর একুশে বইমেলা আয়োজনের রীতি থাকলেও এবার তা এগিয়ে ১৭ ডিসেম্বর শুরু হচ্ছে। যা চলবে ২০২৬ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত।
বৃহস্পতিবার বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতেও এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বৃহস্পতিবার বিকেলে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা ২০২৬-এর তারিখ নির্ধারণ সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান। সভায় উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, একাডেমির সচিব, পরিচালকরা এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিরা।
বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম জানান, এবারের মেলায় প্রকাশকদের স্বার্থ, পাঠক উপস্থিতি এবং সামগ্রিক নিরাপত্তা বিষয়গুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হবে। প্রকাশকদের পক্ষ থেকেও সময় পরিবর্তনের এ সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়।
একুশে বইমেলা ডিসেম্বরে হওয়াটা অন্যরকম দেখায় কি-না এমন প্রশ্নে জবাবে তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনের কারণে জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে মেলার অনুমতি মিলবে না। আবার রমজানের পরে ঈদের ছুটি থেকে ফিরে মেলা করাও সম্ভব না। সেক্ষেত্রে মেলা চলে যায় এপ্রিলে। সব দিক বিবচনায় এ সিদ্ধান্ত নিতে হয়েছে।’
উল্লেখ্য, অমর একুশে বইমেলা সাধারণত প্রতি বছর ফেব্রুয়ারি মাসের প্রথম দিন থেকে শুরু হয়ে চলে মাসব্যাপী। বাংলা একাডেমি আয়োজিত এই মেলাটি ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে অনুষ্ঠিত হয়। এটি সাধারণত বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়। মাঝখানে করোনাভাইরাস পরিস্থিতির কারণে মার্চ-এপ্রিল মাসেও বইমেলা অনুষ্ঠিত হতে দেখা গেছে।

